খুলনা | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২

পাইকগাছায় এনজিও কর্মী ছিনতাইকারীর কবলে; নগদ টাকা ও মোবাইল খোয়া

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি |
০৫:৪৮ পি.এম | ২৯ এপ্রিল ২০২৫


খুলনার পাইকগাছায় এক এনজিও কর্মীকে মারপিট ও কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর বারোটার দিকে বেসরকারী সংস্থা আর আর এফ এর পাইকগাছা অফিসের ক্রেডিড অফিসার মাসুদ রানা কিস্তির টাকা আদায় করে ফিরছিলেন। পথিমধ্যে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রীজের উপর আসার পর সেখানে ৭-৮ জন তার গতিরোধ করে হাতুড়ি, রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং ছুরি দিয়ে জখম করে। এ সময় তারা কাছে থাকা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার শাখা ম্যানেজার নবীন ধর।

্রিন্ট

আরও সংবদ