খুলনা | বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২

বজ্রপাতে রূপসায় আরিফুল ইসলামের মৃত্যু, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |
১২:১৩ এ.এম | ৩০ এপ্রিল ২০২৫


বজ্রপাতে রূপসার জাবুসা গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রূপসার আইচগাতী ইউনিয়নে সরকারি বঙ্গবন্ধু কলেজ এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়। 
পারিবারিক সূত্রে জানা গেছে, রূপসা উপজেলা জাবুসা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে এক সাউন্ড ব্যবসায়ীর কর্মচারী হিসেবে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। গত সোমবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজ এলাকায় আয়োজিত একটি বার্ষিক মাহফিলের মাইক গাছে টানিয়ে নেমে আসার সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে বজ্রপাতে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার নিহতের লাশ জাবুসা গ্রামের বাড়িতে আনা হয়। সকাল ৯টায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। নামাজে জানায় শত শত মুসলি­ উপস্থিত হন। এদিকে তাকে এক নজর দেখার জন্য নিহতের স্বজনসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ তাদের বাড়িতে এসে ভীড় জমায়।    

্রিন্ট

আরও সংবদ