খুলনা | শুক্রবার | ০২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২

যশোরে বায়োলিডে ধানে ফলন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩০ এ.এম | ০১ মে ২০২৫


যশোরের চৌগাছায় বায়োলিড নামক জৈব অণুজীব সার ব্যবহারে ধানের ফলন বেড়েছে, জমির উর্বরতাও উন্নত হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে বায়োলিড ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা।
চৌগাছার আফরা গ্রামের কৃষক মোঃ ওলিউর রহমান এবার ৮ বিঘা জমিতে বায়োলিড প্রয়োগ করেছেন। তিনি জানান, প্রতিটি বিঘায় ৩-৪ মণ বেশি ফলনের আশা করছেন। একই অভিজ্ঞতা পেটভরা নারায়ণপুরের কৃষক আব্দুল মাজিদের। তাঁর মতে, ধানের গাছ আরও সবল, রোগমুক্ত হয়েছে এবং ফলনও বেশি হবে।
বায়োলিড সরবরাহকারী প্রতিষ্ঠান ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, ট্রাইকোডার্মা ভিরিডি সমৃদ্ধ এই জৈব সার মাটির স্বাস্থ্য উন্নত করে, উপকারী অণুজীব বাড়িয়ে গাছকে সুস্থ রাখে। প্রতিষ্ঠানটির পরিচালক কে এম মনোয়ার হোসেন হিমেল জানান, বিষমুক্ত কৃষি ও টেকসই উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  
স্থানীয় কৃষি কর্মকর্তা মোঃ আজমীর হোসেন বলেন, “বায়োলিড মাটির স্বাস্থ্য রক্ষায় কার্যকর। এতে ফলন বাড়ে এবং জমি দীর্ঘস্থায়ী ভাবে উর্বর থাকে।”

্রিন্ট

আরও সংবদ