খুলনা | শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

পণ্যে মোড়ক না থাকায়

সাতক্ষীরায় ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ০১ মে ২০২৫


সাতক্ষীরায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে পণ্যে মোড়ক ও আমদানির তথ্য না থাকায় ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। বুধবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের রহিমা বরফ মিলে (আইচক্রিম ফ্যাক্টরি) তদারকিকালে এই জরিমানা আদায় করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা তদারকি টিম নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে বুধবার দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের রহিমা বরফ মিল পরিদর্শন করেন। এ সময় বরফ মিলের সাথে থাকা আইচক্রিম ফ্যাক্টরিতে পণ্যে মোড়ক ও  আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন। এ সময় বাজার তদারকিতে  সহযোগিতা করে জেলা পুলিশ ফোর্সের একটি টিম।
বাজার তদারকি কমিটির সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্যে মোড়ক ও  আমদানির তথ্য  না থাকায় রগিমা বরফ মিলের মালিককে ২৪ টাকা জরিমানা করা হয়েছে।  জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জনান তিনি। 
 

্রিন্ট

আরও সংবদ