খুলনা | শুক্রবার | ০২ মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২

আইসিইউতে থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর

কপিলমুনিতে কর্মস্থলে থেকে নিজের ওপেন হার্ট সার্জারি করালেন মাদ্রাসা অধ্যক্ষ সাত্তার

পারভেজ মোহাম্মদ |
০২:০২ এ.এম | ০১ মে ২০২৫


নিজ কর্মস্থলে উপস্থিতির খাতায় স্বাক্ষর করে নিজের ওপেন হার্ট সার্জারি করালেন কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার। গত ২৭ এপ্রিল ’২৫ তারিখ মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) খুলনা বরাবর প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছুটির আবেদন করেন। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসার জন্য (অর্জিত ছুটি থেকে) ২৮ এপ্রিল ‘২৫  থেকে ২৭ জুন ‘২৫ তারিখ পর্যন্ত দুই মাসের ছুটির আবেদন করেন। অধ্যক্ষ আব্দুস সাত্তার স্বাক্ষরিত আবেদনে ২০২৩ সালের ৫ মার্চ নিজের ওপেন হার্ট সার্জারির কথা উল্লেখ করেছেন। 
এদিকে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার মোদাররেছদের হাজিরা বহিতে ২০২৩ সালের ৫ মার্চ  রোববার অধ্যক্ষ সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত (স্বাক্ষরিত) মাদ্রাসায় উপস্থিত ছিলেন। এমনকি ২০২৩ সালের ৮ মার্চ শবে-ই-বরাতের সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের শেষ কর্ম দিবসেও যথারীতি অধ্যক্ষ সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত মাদ্রাসায় উপস্থিত ছিলেন। 
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জামিরুল ইসলাম জানান, ২০২৩ সালের ৫ মার্চ অধ্যক্ষের ওপেন হার্ট সার্জারি খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। প্রায় দেড় মাস তিনি বিছানায় চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে আরো দুই মাস তিনি মাদ্রাসায় অনিয়মিত। দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও তিনি কোন বিধি মোতাবেক ছুটি গ্রহণ করেনি। তিনি কয়েকদিন আইসিইউতে ছিলেন সেদিন গুলোতেও হাজিরা খাতায় স্বাক্ষর দেখানো হয়েছে। এ ব্যাপারে আব্দুস সাত্তার কোন বক্তব্য দিতে রাজি হননি। 
উল্লেখ্য অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ পরিচালনা পরিষদের সভাপতিসহ বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি, পিবিজিএসআইয়ের টাকা আত্মসাৎ, এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত শিক্ষকের কাছ থেকে অর্থ গ্রহণসহ অসদাচরণ এর অভিযোগ করেছেন। গত দু’মাস ধরে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসী বিক্ষোভ মানববন্ধনসহ নানাবিধ আন্দোলন অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাছ স্বাক্ষরিত চিঠিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন, অপর এক চিঠিতে অধ্যক্ষকে শোকজ নোটিশ ও সিনিয়র শিক্ষক এস এম জামিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন বলে সূত্র জানিয়েছে। সর্বশেষ গতকাল বুধবার বিদ্যালয়ের নারী শিক্ষক ও ছাত্রীরা নিজ প্রতিষ্ঠানে নিজেদের অনিরাপদ দাবি করে অধ্যক্ষ আব্দুস সাত্তারের স্থায়ী বহিষ্কারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। 

্রিন্ট

আরও সংবদ