খুলনা | বৃহস্পতিবার | ০১ মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২

দুপুরের আগেই লোকারণ্য শ্রমিক দলের সমাবেশস্থল

খবর প্রতিবেদন |
০১:৩৭ পি.এম | ০১ মে ২০২৫


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপি সমর্থিত শ্রমিক দলের সমাবেশ দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা রীতিমতো জনসমুদ্রে রূপ নেয়।

বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা গেছে, মিছিল নিয়ে আসা শ্রমিকেরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন নয়াপল্টনের আশপাশ। মাথায় লাল ফিতা বাঁধা, হাতে দাবি সংবলিত প্ল্যাকার্ড আর ব্যানার নিয়ে তারা যোগ দিয়েছেন সমাবেশস্থলে। সমাবেশকে কেন্দ্র করে আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশে অংশ নিয়ে অনেকেই জানান, দীর্ঘদিন পর বিএনপির কোনো বড় কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা উৎসাহিত।

মোহাম্মদপুর থেকে আসা পোশাক শ্রমিক আনোয়ার হোসেন বলেন, অনেকদিন পরে আমরা আবার সবাই এক জায়গায় মিলিত হতে পারছি। এই আবেগ ভাষায় বোঝানো যাবে না।

যাত্রাবাড়ী থেকে এসে সমাবেশে যোগ দেওয়া শ্রমিক নেতা রাজিব বলেন, সৈরাচারের আমলে আমরা সমাবেশ করতে পারিনি। আজকের সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীতে দেশ চালাবে বিএনপি, তারেক রহমান।

দুপুর ২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়া বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা। সমাবেশ থেকে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

্রিন্ট

আরও সংবদ