খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

নমুনা সংগ্রহ শুরু

যশোরে আইইডিসিআরের প্রতিনিধি দল শিশুর শরীরে বার্ড ফ্লু সন্দেহে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৩ এ.এম | ০৩ মে ২০২৫


যশোরে এক শিশুর শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কায় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি প্রতিনিধি দল যশোরে অবস্থান করছে করছে। শুক্রবার সকালে তারা শিশুটির রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় পোল্ট্রি খামার ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের আট বছর বয়সী এক শিশু শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। শিশুটির উপসর্গ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ আইইডিসিআরকে অবহিত করে। গত পহেলা মে (বৃহস্পতিবার) বিকেলে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল যশোরে পৌঁছায়।
শুক্রবার সকালে প্রতিনিধি দলটি শিশুটির শরীর থেকে রক্তসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। পাশাপাশি স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিশুটির আশপাশের পরিবেশ এবং পোল্ট্রি খামারগুলো ঘুরে দেখে সম্ভাব্য উৎস নির্ণয়ের চেষ্টা চালান।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক রাসেল আরও জানান, “সংগ্রহ করা নমুনাগুলো ঢাকায় আইইডিসিআরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।” বর্তমানে এটি সন্দেহের পর্যায়ে রয়েছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুটির পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

্রিন্ট

আরও সংবদ