খুলনা | শনিবার | ২৪ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিকরগাছা প্রধান শিক্ষকের লাথিতে আহত ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৪ এ.এম | ০৩ মে ২০২৫


যশোরের ঝিকরগাছার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক এক ছাত্রীকে  মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত  ছাত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে। আহত শিক্ষার্থীর নাম মীম খাতুন (১১)। সে নওয়ালী গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে এবং বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ছাত্রী।
অভিযোগে বলা হয়েছে, পড়াশোনায় মনোযোগ না দেওয়ার কারণে প্রধান শিক্ষক নাসির উদ্দিন মীমকে কয়েকটি চড় থাপ্পড় মারেন। এ ঘটনায় ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মীমের বাবা মনিরুল ইসলাম বলেন,‘শিশুদের শাসন করা যায় কিন্তু এমন মারধর কি কোনো ভাবেই গ্রহণযোগ্য? আমার মেয়েটা এখনও ঠিকমতো কথা বলতে পারছে না।’  
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন,‘আমি শাসন করেছি ঠিকই, কিন্তু ইচ্ছাকৃতভাবে আঘাত করার বিষয়টি সঠিক নয়। শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষার জন্য মাঝে মাঝে একটু শাসন করতেই হয়।’
ঘটনার পর বিদ্যালয় ও আশপাশের এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাবুল আক্তার বলেন,‘বিষয়টি  শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ