খুলনা | শনিবার | ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২

আমরা ৩৬৫ দিনই যেন শ্রমিকদের সম্মান জানাই : আকিজ গ্রুপের চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ০৩ মে ২০২৫


মুখে মুখে ভালোবাসলাম, কিন্তু শ্রমিকদের কোন কাজে আসলো না, এটা বাণিজ্যিক ভালোবাসা। এটা দিয়ে তাদের কোন কাজেই আসবে না। তাই শুধু আন্তর্জাতিক শ্রমিক দিবসেই নয়, সকল শিল্পপতিদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা ৩৬৫ দিনই যেন শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়ে সম্মান জানাই। কথাগুলো বলছিলেন, আকিজ গ্র“পের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন (সিআইপি)। 
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নগরীর গল­ামারীস্থ আকিজ পাইপস-এর সৌজন্যে খুলনা নির্মাণ (টিউবয়েল প্লাম্বিং) শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত দুপুর ১টায় আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
শ্রমিক দিবসের মর্যাদার প্রতি সম্মান রেখে খুলনার প্লাম্বিং শ্রমিকদের সন্তানদের মধ্য থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে নওয়াপাড়ায় অবস্থিত আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৬টি ট্রেড কোর্সের যেকোন ১টিতে একেবারে বিনামূল্যে ভর্তি ও থাকার ব্যবস্থা করে দেওয়ারও প্রতিশ্র“তি ব্যক্ত করেন। 
এ সময় বক্তৃতা করেন খুলনা নির্মাণ (টিউবওয়েল প্লাম্বিং) শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ তৈয়েবুর রহমান, যুগ্ম-আহবায়ক, খুলনা জেলা বিএনপি ও প্রধান উপদেষ্টা (টিউবওয়েল প্লাম্বিং) শ্রমিক ইউনিয়ন। সম্মানিত অতিথি ছিলেন, আকিজ প্লাস্টিক লিমিটেড এর সিইও শেখ আজরাফ উদ্দিন। 
এর আগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকাল ১০টায় আকিজ পাইপস এর সৌজন্যে খুলনা নির্মাণ (টিউবওয়েল প্লাম্বিং) শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর গল­ামারী থেকে শুরু করে রয়্যাল মোড়, ফেরীঘাট ও ফুলবাড়ীগেট  হয়ে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। 

্রিন্ট

আরও সংবদ