খুলনা | শনিবার | ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২

খুলনায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

তথ্য বিবরণী |
০১:৪৩ এ.এম | ০৩ মে ২০২৫


‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।  
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড ম্যানেজমেন্ট) মোঃ বেলায়েত হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত  কমিশনার (অ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স) মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ। স্বাগত বক্তৃতা করেন শ্রম দপ্তরের পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার। মালিক প্রতিনিধির পক্ষ থেকে বক্তৃতা করেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টারর্স এ্যাসোসিয়েশনের পরিচালক এস হুমায়ুন কবির এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন ওজোপাডিকো (সিবিএ’র) সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান ও বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রসুল খান। জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 
এর আগে দিবসটি উপলক্ষে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক-মালিক-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এদিকে  বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় মহান মে দিবস পালল করে বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ।
জাতীয় পার্টি : দিবস উপলক্ষে বৃহস্পতিবার মাগরিববাদ ডাকবাংলাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় শ্রমিক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর পার্টির সহ-সভাপতি ও শ্রমিক পার্টির উপদেষ্টা এড. অচিন্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল­াহ আল মামুন। অতিথি ছিলেন শেখ নাজমুল কবীর সাদী, তৈয়ুমুর হোসেন শাহীন, শাহ্ মোহাম্মদ লায়েক উল­াহ্, খান আকরামুজ্জামান, শেখ মোঃ তোবারেক হোসেন তপু, আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, শাহজাহান আলী সাজু, গাজী খোকন, মোঃ মনিরুজ্জামান মনির, অপুর্ব দত্ত নেকু, মাজাহার জোয়াদ্দার পান, মোঃ মাসুদ রানা, মোস্তফা কামাল রিপন, মোল্যা কামরুজ্জামান রজব, শহীদ হাওলাদার, শাহনাজ পারভীন, সেলিনা আক্তার ইরানি, শামীম আরা পারভীন, দেশ আহমেদ রাজু, বাবুল হাসান রাজু, মোঃ সাত্তার হাওলাদার, মোঃ আলমগির হোসেন মৃধা, ইউনুস মুন্সি, মোঃ শহিদুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ দুলাল বেপারী, মোঃ জাহিদ হোসেন, মোঃ মাসুম পারভেজ, আব্দুল আহাদ, খাদিজা পারভিন, অসিম রানা, আবুল বাসার, ইসলাম হাওলাদার, মোঃ আরিফ ইসলাম,  মোঃ মুনসুর খাঁ, রাজু হাওলাদার, মোঃ জুয়েল প্রমুখ।
খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস উপলক্ষে বৃস্পতিবার সকালে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কদমতলা থেকে বের হয়ে ডাকবাংলা থেকে শিববাড়ি হয়ে তেঁতুলতলায় যেয়ে শেষ হয। নেতৃত্ব দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ সিনিয়র সদস্য আব্দুল হক, আনোয়ার হোসেন, বাবুল, আক্তার হোসেন বিপু, আনোয়ার হোসেন ও জাকির সরদার।  তেঁতুলতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ। 
জাতীয় শ্রমিক ফেডারেশন : বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে ঊর্র্ধ্বতন সহ-সভাপতি শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন দিলুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১ মে ১৮৮৬ সালে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় মহান মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এড. মিনা মিজানুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম ফারুখ-উল ইসলাম, খলিলুর রহমান, নারায়ণ সাহা, মোঃ ফিরোজ আলম খান, সোলেমান হাওলাদার, অরূপ দেবনাথ, তাপস দে, শ্রমিক নেতা শামসুল হক, সুজিত মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন : মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি  মোঃ খোকন মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন মিয়ার সার্বিক তত্ত¡াবধানে ও সংগঠনের কার্যকরী সভাপতি ফকির আলী আহমেদ মিঠুর সঞ্চালনায় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  র‌্যালিটি দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে মহাসিন মোড় তেঁতুলতলা সংলগ্নে সংক্ষিপ্ত  সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা শেখ ইমাম হোসেন, ৫ নং ওয়ার্ড  বিএনপি’র সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ খবির উদ্দিন, উপদেষ্টা মোঃ আকরাম বেপারী,  মাহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মাসুম মালী, শেখ শাহজাহান, মোঃ নাসির হাওলাদার, মোঃরাজু শেখ, মোঃ আব্দুল হাই, শেখ আজিজুল ইসলাম বাবু, মোঃ মিলন হাওলাদার, মোঃ আবু শেখ, মোহাম্মদ মোঃ ইলিয়াস খাসহ শলুয়া বাজার, মহেশেরপাশা কালীবাড়ি, তেলিগাতী ল্যাবরেটরি মোড়, দেয়ানা দক্ষিণপাড়া আসাদের মোড়, পাবলা কবির বটতলা শাখার সফল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল গ্যারেজ ম্যাকানিক সমিতি : মহান মে দিবস উপলক্ষে সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার বর্ণাঢ্য মোটর সাইকেল র‌্যালি বের করা হয়। সকাল ১০টায় কেসিসি সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়। 
পরে সমিতির কার্যালয়ে সাধারণ সভা সংগঠনের সভাপতি মোঃ বুলবুল শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জহুরুল হক সাগরের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম সোহরাব হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আইনুল হক, উপদেষ্টা শেখ আব্দুল হালিম ও মোঃ বেলায়েত হোসেন। সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি মোঃ আবু হানিফ, মোঃ জিয়াউর রহমান বাবলু, গোলাম ফারুক ওমর, মোঃ জামাল, মোঃ কালাম, মোঃ কামরুল ইসলাম, নূর মোহাম্মদ নুরু, হাসিবুল হক মুন্না, হাফিজুর রহমান পিন্টু, মোহাম্মদ আলী, শহীদুল ইসলাম মামুন প্রমুখ।
ব্যাটারী রিকশা সংগ্রাম পরিষদ : বন্ধ বা উচ্ছেদ নয়, নীতিমালা চূড়ান্ত ও আধুনিকায়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান ও সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহŸায়ক আল কাদেরী জয়সহ আটককৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ খালিশপুর থানা শাখার উদ্যোগে গত ১ মে বিকেল ৫টায় বিআইডিসি রোডে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। 
সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ খালিশপুর থানা কমিটির সভাপতি ইউনুস আহমেদ মাসুদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগ্রাম পরিষদ খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা কমিটির সভাপতি আব্দুল করিম, সংগ্রাম পরিষদ খুলনা মহানগর কমিটির কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কনা, মহানগর কমিটির সদস্য আব্দুল আলিম, জাহাঙ্গীর শেখ, সাইফুল ইসলাম, খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক রিপন শেখ, সহ সভাপতি মুকুল তালুকদার, ফিরোজ মোল­া, ফিরোজ হাওলাদার, প্রচার সম্পাদক নূর আলম, সৈয়দ নুরুল ইসলাম, সুরোজ শেখ, হালিম, মনিরুজ্জামান, জহুরুল ইসলাম, ইলিয়াস শেখ প্রমুখ।  
সমাবেশে বক্তারা, অবিলম্বে সংগ্রাম পরিষদের নেতা আল কাদেরী জয়সহ আটককৃত ৩ নেতার নিঃশর্ত মুক্তি ও নীতিমালা চ‚ড়ান্ত ও আধুনিকায়ন করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট ও চালকদের প্রশিক্ষণ এবং সড়ক মহাসড়কে স্বল্পগতি ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন/সার্ভিস রোড নির্মাণসহ সংগ্রাম পরিষদের ৮ দফা দাবি মেনে নেওয়ার জোর আহŸান জানান।

্রিন্ট

আরও সংবদ