খুলনা | শনিবার | ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২

২১নং ওয়ার্ডে বিএনপি’র সুধী সমাবেশে এড. মনা

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র করছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ০৩ মে ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ফ্যাসিবাদ সরকারের বিদায় হলেও দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র করছে। নির্বাচন দিতে দেরি হলে এই চক্র আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। নির্বাচন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ ও স্বৈরাচার জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাহেব খুব দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন এবং নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনা করবেন।
গতকাল শুক্রবার ২১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে স্থানীয় ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। প্রতি নারী ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যের নিশ্চয়তা পাবেন। হেলফ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। দেশে কোন ধরনের বৈষম্য থাকবে না। পতিত হাসিনা সরকারের আমলে বাংলাদেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিলো। পতিত শাসকগোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ধনী-দরিদ্রের বিশাল ব্যবধান সৃষ্টি করে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘিœত হয়ে পড়েছে। মানুষের রাজনৈতিক ও ভোটাধিকার ছিনতাই করে দিনের ভোট রাতে করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের গণতন্ত্র এক নিকৃষ্ট পর্যায়ে উপনীত হয়েছে। নতুন প্রজন্মকে জাতি সত্ত¡ার পরিচয় ভুলিয়ে দিতে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক ইতিহাস রচনা করে জাতির ভবিষ্যতের উপর চাপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট আ'লীগ। সর্বত্র বৈষম্য, বিরোধ এবং বঞ্চনার শিকার হয়ে মানুষ মুক্তির অপেক্ষায় ছিল। আগামীতে জনগণের ভোটের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে উন্নয়ন বঞ্চিত ২১নং ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তির সকল সমস্যার সমাধান করা হবে। বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মোল­া ফরিদ আহমেদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক মুজিবর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, মোঃ নাসির উদ্দিন, মাসুদুল হক হারুন, মোল­া নুর ইসলাম, নাজমুস সাকিব, মেশকাত আলী, আলতাফ হোসেন খান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবু তালে সরদার, দেলোয়ার আকন, মোঃ গাউস, মনির খান, মোঃ জামাল, হাসান আলী বাবু, রুবেল জমদ্দার, কাজী আবু নাঈম, খান শাহিদুল, রিপন আকন, মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, নজরুল ইসলাম, আলাউদ্দিন, মাওলানা আবুল হোসাইন, মাওলানা জাহাঙ্গীর হোসেন, শিক্ষক হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, মাওলানা বিল­াল হোসেন, মাস্টার সঞ্জিব বৈরাগি, বিশ্বজিৎ কাঞ্চি লাল পুরোহিত, নিপা হালদার, রাজিয়া বাশার, লিপিকা ঘোষ, সমাজকর্মী সাহানা পারভীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
 

্রিন্ট

আরও সংবদ