খুলনা | শনিবার | ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২

খালিশপুরে শ্রমিক সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল

নির্বাচনের দাবিতে আন্দোলনের ডাক আসতে পারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ০৩ মে ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের দুই-হাতই হচ্ছেন প্রকৃত শক্তি। আর এই শক্তিকে কাজে লাগিয়েই দেশের উন্নয়ন সম্ভব। তিনি শ্রমিকদের শক্তিকে কাজে লাগিয়ে তলাবিহীন বাংলাদেশ থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন। তিনিই প্রথম দেশের হাজার হাজার শ্রমিককে বিদেশে কাজের সুযোগ করে দিয়েছিলেন। খাল কাটা কর্মসূচির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। দেশের ভাগ্য পরিবর্তনে শ্রমিকদের শক্তিকে ব্যবহার করেছেন।
বৃহস্পতিবার মহান মে দিবস উপলক্ষে খালিশপুর বিআইডিসি রোডেস্থ লিবার্টি চত্বরে আয়োজিত খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যেগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল বলেন, শহিদ রাষ্ট্রপতি যখন উন্নয়নে দেশে অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নে ঈর্ষানিত হয়ে একটি মহল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর থেকে দেশের শ্রমিকদের ভাগ্যের আকাশে কালো মেঘ নেমে আসে। পার্শ্ববর্তি দেশের ষড়যন্ত্রে পতিত সরকার প্রধান খুলনা শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করেছেন। ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে লুটেরা হাসিনার পতন হয়েছে। দেশের মানুষ স্বপ্ন দেখতে শুরু করে নতুন একটি বাংলাদেশ গড়ার তখনই আমরা দেখছি আবারো নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন ছাড়া শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন মোটেই সম্ভব নয়। বকুল আরো বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুশি করতে হবে। আইনের মুখোমুখি করতে হবে তাদের সকলকে-যারা এ অঞ্চলের সকল শিল্প কারখানাকে বন্ধ করে দিয়েছে।  তিনি বলেন, আবারো আন্দোলনের ডাক আসতে পারে নির্বাচনের দাবিতে সুতরাং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক আসলেই অতীতের চেয়ে আরো শক্তি সঞ্চার করতে রাজপথে নামতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, আউট সোর্সিং প্রথার মাধ্যমে শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে। আউট সোসিং প্রথাকে বাতিল করে স্থায়ী শ্রমিক নিয়োগ দিতে হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শ্রমিকদের জীবন মান উন্নয়নে ন্যায্য মজুরীর প্রদান করবে। খালিশপুরে একাধিক জুট মিল ছিলো কিন্তু বিগত লুটেরা সরকার লুটপাট করে সকল মিল কারখানা বন্ধ করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে মৃত নগরীর নাম গুছিয়ে আবারো আধুনিক শিল্প কল কারখানা প্রতিষ্ঠা করা হবে। চালু করা হবে সকল বন্ধ পাটকলগুলোকে। বিএনপি রাজনীতি করতে জনগণের জন্য। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। ১৭ বছর আমরা আন্দোলন করেছি ভোটের দাবিতে। আন্দোলন করেছি গণতান্ত্রিক সরকারের জন্য। ছাত্র-জনতার আন্দোলনের ফসল ড. ইউনুস সরকার। ভোটের দাবি পুরণে ড. ইউনুস সরকার উদাসীন। একক সময় একক কথা বলছেন। সংস্কারের নামে নির্বাচন নিয়ে তারা টালবাহানা করছেন।
শ্রমিকদল মহানগর শাখার আহবায়ক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবুল কালাম জিয়া, খান ইসমাইল হোসেন, আবু দাউদ দীন মোহাম্মদ এবং মোঃ আলমগীর তালুকদার। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি লিবার্টি চত্বর থেকে শুরু হয়ে বিআইডিসি রোড হয়ে চরেরহাট মোড়ে যেয়ে শেষ হয়। র‌্যালিতে হাজার হাজার শ্রমজীবী মেহনতি মানুষ অংশ গ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ