খুলনা | শনিবার | ০৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২

নগরীতে বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দল নেত্রীকে মারপিট

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৮ এ.এম | ০৩ মে ২০২৫


নগর বিএনপি কার্যালয়ের সামনে মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের এক অংশের কর্মীরা। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করা হয়। বিষয়টি তিনি মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানিয়েছেন।
তবে মহানগর মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তাও আমি জানি না। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।
 

্রিন্ট

আরও সংবদ