খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

মুসলমানদের আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে : মুফতি সৈয়দ ফয়জুল করিম

চিতলমারী প্রতিনিধি |
০২:৫৬ পি.এম | ০৩ মে ২০২৫


‘আল্লাহ আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে। তাই সকল মুসলমান ভাইদের আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। পরকালের মুক্তি ও দুনিয়ার শান্তি পেতে হলে সকল ক্ষেত্রে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে।’-কথা গুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার (২ মে) বাদ এশা বাংলাদেশ মুজাহিদ কমিটি চিতলমারী উপজেলা শাখা আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন। চিতলমারী এ. কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল ও হালকায়ে জিকির হয়।

তিনি আরও বলেন, ‘সারা বিশ্বে মুসলিম নিধনের নির্মমতা চলছে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। এটা বন্ধ করতে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।’

চিতলমারীর পীরসাহেব মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ মুজাহিদ কমিটি বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নাসরুল্লাহ, মাওলানা আতিকুল ইসলাম, চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা মুজিবুর রহমান শামীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার সাবেক আমির ও বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার এবং খুলনা অঞ্চল টিমের সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মাহফিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন চিতলমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী।

্রিন্ট

আরও সংবদ