খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

একসঙ্গে স্বজন হারালেন বলিউডের একঝাঁক তারকা

খবর বিনোদন |
০৩:২৭ পি.এম | ০৩ মে ২০২৫


বলিউড তারকা অনিল কাপুরের মা নির্মল কাপুর আর নেই। গতকাল শুক্রেবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় ভর্তি ছিলেন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ শনিবার পবনহংস শ্মশানে অনিল কাপুরের মায়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। জানা গেছে এরইমধ্যে মায়ের মরদেহ নিয়ে শ্মশানে পৌঁছেছেন তিন ভাই বনি কাপুর, অনিল কাপুর, সঞ্জয় কাপুররা।

নির্মল কাপুর ছিলেন প্রখ্যাত প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী। তাদের সন্তানদের মধ্যে আছেন প্রযোজক বনি কাপুর, জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর। নির্মলার মৃত্যুতে বলিউডের এই নামকরা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে শুধু নির্মল কাপুরের মৃত্যুতে শুধু অনিল-বনি-সঞ্জয় মা হারা হননি। স্বজনহারা হয়েছে জাহ্নবী, খুশি, অর্জুন, শানায়া ও সোনম কাপুর। কেননা তারা সবাই নির্মল কাপুরের নাতি-নাতনি। ওই জায়গা থেকে বলা যায় বলিউডের একঝাক তারকা হলেন স্বজনহারা।

শেষবারের মতো ঠাকুরমাকে দেখতে শুক্রবার ভোরে ছুটে আসেন সোনম কাপুর। থমথমে ছিল তার চোখমুখ। ভেঙে পড়েন অর্জুন কাপুরও। এ সময় কাপুর পরিবারকে স্বান্তনা দিতে ছুটে যান রানি মুখোপাধ্যায়, করণ জোহর, ফারহা খান, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষী-সহ বলিউডের একাধিক তারকা।

্রিন্ট

আরও সংবদ