খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

যশোর জেনারেল হাসপাতালে তদন্ত বোর্ডের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, পুনঃতদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৩ এ.এম | ০৪ মে ২০২৫


২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের তদন্তে গঠিত বোর্ডের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারী সংশ্লিষ্ট তদন্ত বোর্ড বাতিল করে নতুন নিরপেক্ষ বোর্ড গঠনের দাবি জানিয়েছেন।
সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ডাঃ হাসিব মোঃ আলী হাসানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের জন্য একটি বোর্ড গঠন করে। বোর্ডের সভাপতি করা হয় ডাঃ মোঃ আব্দুর রশীদকে এবং সদস্য হিসেবে ছিলেন ডাঃ মধুসূদন পাল, ডাঃ হাবিবা সিদ্দিকা ফোয়ারা, ডাঃ আ ন ম বজলুর রশিদ এবং ডাঃ বিচিত্র মলি­ক।
অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত ডাঃ হাসিব মোঃ আলী হাসানের সঙ্গে বোর্ডের সকল সদস্যের সুসম্পর্ক ও ঘনিষ্ঠতা রয়েছে। ফলে নিরপেক্ষ তদন্তে বিঘœ ঘটার আশঙ্কা করছেন তিনি। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় জরুরি বিভাগে উপস্থিত ছিলেন না এমন কিছু কর্মচারীকে (যেমন সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, মঞ্জুরুল, নাইম ও দিপংকর) ৪ মে শুনানিতে উপস্থিত থাকার নোটিশ প্রদান করা হয়েছে, যা তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।
অভিযোগকারী কর্তৃপক্ষের নিকট একটি নতুন ও নিরপেক্ষ চিকিৎসক কর্মকর্তাদের সমন্বয়ে বোর্ড গঠন করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃতের স্বামী শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা খন্দকার মাসুদুল হক। 
 

্রিন্ট

আরও সংবদ