খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৫ এ.এম | ০৪ মে ২০২৫


যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (৩৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন বিশেষ আনসার সদস্য এবং খুলনার ইসলামী ব্যাংকের প্রধান শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে অবস্থানকালীন সময় তিনি বৈদ্যুতিক ধান পরিষ্কারের মেশিনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে যশোর কোটালী মডেল থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের অপেক্ষায় রাখা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ