খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

ফুলতলায় জামিরায় গৃহবধূকে ধর্ষণ

ফুলতলা প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ০৪ মে ২০২৫


স্লাইরেঞ্জ আনতে প্রতিবেশির ঘরে গিয়ে একাকী পাওয়া গৃহবধূকে (২৬) ধর্ষণ করেছে ফুলতলার জামিরা গ্রামের কামাল শেখের পুত্র জাফর শেখ (৩০)। পহ জামিরা ৮নং ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা করেছেন। 
মামলায় গৃহবধূ উলে­খ করেন মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশি জাফর শেখ স্লাইরেঞ্জ নেওয়ার অজুহাতে খোলা ঘরে ঢুকে পড়ে। আশেপাশে অন্য কেউ না থাকায় ঘরের সিটকেনি আটকে দেয়ার শব্দে ঘুম ভেঙ্গে যায় তার। তাকে সিটকেনি আটকে দেওয়ার কারণ জানতে চাইলে জাফর শেখ ধমক দিয়ে চুপ থাকতে বলে। অন্যথায় আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্বামীর সাথে বিষয়টি আলোচনা করে থানায় মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করে বলেন আসামিকে আটকের চেষ্টা চলছে।

 

্রিন্ট

আরও সংবদ