খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ০৪ মে ২০২৫


দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সাথে অসদাচরণসহ নানা সংঘাত মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিককে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।
রিজভী স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, সাতক্ষীরা জেলার একজন দায়িত্বশীল নেতা হয়েও আপনি দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও একজন স্কুল শিক্ষকের সঙ্গে অসদাচরণসহ নানা সংঘাতমূলক কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
এদিকে শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে এ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। নানা অভিযোগের সাথে  এ ঘটনা নজরে এলে তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত মানিককে দল থেকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বেপরোয়া হয়ে উঠেন সোহেল আহমেদ মানিক। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর একটি জৈব সারের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগাল করা এবং গত ১৫ জানুয়ারি শহরের সাতক্ষীরা কিন্ডারগার্টেনে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও এক শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে।

্রিন্ট

আরও সংবদ