খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

নেতা-কর্মীদের মাঝে প্রতিবাদ ও নিন্দার ঝড়

মোংলা পৌর যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে কেন্দ্রীয় কারণ দর্শানো নোটিশ

মোংলা প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ০৪ মে ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী মোংলা পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ ও সদস্য সচিব এম এ কাশেমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। তবে নোটিশের এ বার্তা নিয়ে পুরো শহর জুড়ে দলীয় নেতা-কর্মীর মাঝে বইছে প্রতিবাদ ও নিন্দার ঝড়। 
কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে বলা হয়, দীর্ঘদিন আপনারা দু’জন মোংলা পৌর যুবদলের আহŸায়ক ও সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু গুরুত্ব পূর্ণ এ পদের দায়ীত্বে থেকেও সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন। যা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। তাই এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন-এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশনা দেয়া হলো।  
মোংলা পৌর যুবদলের এ দুই নেতার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে নিন্দার ও প্রতিবাদের ঝড় বইছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা জনে বিভিন্ন মন্তব্য করে বলেন, একটি পক্ষ মোংলা পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ ও সদস্য সচিব এম এ কাসেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এই সকল ষড়যন্ত্রকারিদের চিহ্নিত করে দলের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে অনুরোধ জানিয়েছে। 
এ বিষয় মোংলা পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ বলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি নোটিশ হাতে পেয়েছি। কিন্ত দলীয় সংগঠনের নিয়ম বহির্ভূত কি কার্যক্রমের কারনে নোটিশে দিয়েছে তা জানতে পারিনি। তার পরেও আমরা যুবদলের প্রতি সম্মান রেখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যে ভুল বোঝানো হয়েছে তাদের সামনে সকল বিষয় ব্যাখ্যা দিয়ে তাদের বোঝাতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে জেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, বেশ কিছু দিন আগে মোংলা উপজেলা বিএনপি’র ওয়ার্ড কমিটির নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় পৌর যুবদলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। ধারনা করা হচ্ছে, সে বিষয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানো এ নোটিশ দিয়েছেন। যদি তারা এর সাথে জড়িত না থাকে, সে ব্যাপারে আহবায়ক ও সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে ব্যাখ্যা দিবে। 
 

্রিন্ট

আরও সংবদ