খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

খুবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে পিপিআর ও ই-জিপি জ্ঞানের বিকল্প নেই : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ০৪ মে ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ই-জিপি শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় ১নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।  
তিনি বলেন, বর্তমান সময়ে সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক করতে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় অভ্যস্ত হতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প বা উন্নয়ন কার্যক্রমে পিপিআর ও ই-জিপির নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হলে অর্থের সাশ্রয়, সময়মত কাজ সম্পাদন এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। উপাচার্য এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।  
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইউসুফ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু হানিফ মৃধা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন ও দপ্তরের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
 

্রিন্ট

আরও সংবদ