খুলনা | রবিবার | ০৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রের মৌলিক সংস্কার না হলে ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে : অধ্যক্ষ আউয়াল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ০৪ মে ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আ’লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আ’লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আ’লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মতো জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। শনিবার বিকেল ৩টায় জামেয়া রশিদিয়া গোয়ালখালী মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতী আমানুল­াহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত নগর ও থানা দায়িত্বশীল তারবিয়ত-২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিশেষ অতিথি বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম বলেন, নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।  বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব হুসাইন।   উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মাওঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মোঃ তরিকুল ইসলাম কাবির, মেহেদী হাসান সৈকত, মোঃ হুমায়ুন কবির, মুফতী ইসহাক ফরীদি, গাজী ফেরদাউস সুমন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, এড. কামাল হোসেন, মোল­া রবিউল ইসলাম তুষার, কারী মোঃ জামাল উদ্দিন, মাওঃ নাসিম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, বন্দ সরোয়ার হোসেন, মোঃ বাদশা খান, মারুফ হোসেন, এইচ এম খালিদ সাইফুল­াহ, মুফতী আমানুল­াহ, এইচ এম আরিফুর রহমান, গাজী মিজানুর রহমান, মোঃ মঈন উদ্দিন, আব্দুস সালাম, আমজাদ হোসেন, জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজনসহ মহানগরের সকল থানা নেতৃবৃন্দ। 

্রিন্ট

আরও সংবদ