খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ

খবর প্রতিবেদন |
১২:৫৫ এ.এম | ০৫ মে ২০২৫


ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল­াহ, তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয় ও মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৯০টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন সংস্থাটির উপ-পরিচালক মোঃ সাইদুজ্জামান খন্দকার এনায়েত উল­াহ, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে থাকা ১৯০টি গাড়ি জব্দ করার আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, খন্দকার এনায়েত উল­াহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ তদন্তে একটি অনুসন্ধান টিম গঠন করে দুদক। অভিযোগ অনুসন্ধানে তার এবং তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে রেজিস্ট্রেশনভুক্ত যানবাহনসমূহের তথ্য পাওয়া যায়। এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন মোটরযান হস্তান্তর করে তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহনসমূহ জব্দ করা আবশ্যক।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্র“য়ারি এনায়েত উল­াহ, তার স্ত্রী ও ছেলে-মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত
 

্রিন্ট

আরও সংবদ