খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

নেতা-কর্মীদের যে নির্দেশনা বিএনপি’র

কাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

খবর প্রতিবেদন |
০১:০৬ এ.এম | ০৫ মে ২০২৫


যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন আগামীকাল মঙ্গলবার (০৬ মে)। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সে করে ওইদিন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ৬ মে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন।’
এদিকে বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে নানা পর্যায়ের নেতা-কর্মীরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা থাকলে সে সিদ্ধান্ত বদল হয়েছে। সোমবার আসার কথা থাকলেও একদিন পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে।
বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কাতার আমিরের দেওয়া এয়ার এ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপি মহাসচিবের নির্দেশে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সে সোমবার লন্ডন থেকে চেয়ারপারসন দেশের উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার (০৬ মে)।
এদিকে খালেদা জিয়ার যুক্তরাজ্য যাত্রার দিনের মতো ফেরার দিনেও নেতা-কর্মীদের ঢল নামবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তায় নেতা-কর্মীরা অভ্যর্থনায় থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় বিপুল নেতা-কর্মী সড়কে থাকায় স্বাভাবিক ভাবেই যানজট তৈরি হবে। এতে ভোগান্তি বাড়ার আশঙ্কা আছে।
শনিবার দলের যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা-কর্মীদের যানজট সৃষ্টি না করে এক হাতে জাতীয় পতাকা, অন্যহাতে দলীয় পতাকা নিয়ে রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে আসা বিমানের ফ্লাইট বিমানবন্দরে নামার আগে-পরে নিচের সড়ক এড়িয়ে এলিভেডেট এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব।
নির্দেশনা : খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিএনপি’র পক্ষ থেকে নেতা-কর্মীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে অভ্যর্থনার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, কেউ যেন বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করে। নেতা-কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কে কোথায় অবস্থান করবে : উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, যুবদল খিলক্ষেত হোটেল রেডিসন পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত, কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত, শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করবেন।
এছাড়া, ওলামা দল, তাঁতীদল, জাসাস, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, সব পেশাজীবী সংগঠন, মহিলা দল, জাতীয় নির্বাহী কমিটির নেতা এবং বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা নির্ধারিত রুটে অবস্থান নেবেন।
প্রায় চার মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর রোববার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর ছাড়বেন খালেদা জিয়া। বিমানবন্দরে মাকে বিদায় জানাবেন ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত¡াবধানে চিকিৎসাধীন ছিলেন।

্রিন্ট

আরও সংবদ