খুলনা | সোমবার | ০৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের, টেস্টে শীর্ষে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৪৫ পি.এম | ০৫ মে ২০২৫


আইসিসির বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদে বড়সড় পরিবর্তন এসেছে সব ফরম্যাটেই। টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এক নম্বরে ভারত। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে শ্রীলঙ্কা, তিন ফরম্যাটেই তাদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে।

টেস্টে শীর্ষে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে। যদিও তাদের রেটিং পয়েন্ট কিছুটা কমে ১২৬ হয়েছে, যা আগের চেয়ে ২ পয়েন্ট কম। তবুও প্যাট কামিন্সের দল বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে বাকি দলগুলোর থেকে।

তবে সবচেয়ে বড় চমক দিয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন দলটি এক লাফে উঠে গেছে দ্বিতীয় স্থানে। পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ও ভারতকে। গত এক বছরে খেলা চারটি সিরিজের মধ্যে তিনটিতে জয়ের কারণেই তাদের রেটিং বেড়ে হয়েছে ১১৩।

র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা নেমে গেছে তৃতীয় স্থানে (১১১), আর ভারত একধাপ পিছিয়ে আছে চতুর্থ স্থানে (১০৫)। পাঁচ থেকে দশ নম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে আছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে।

বর্তমানে শুধুমাত্র ১০টি দল টেস্ট র‍্যাঙ্কিংয়ে আছে। আয়ারল্যান্ডকে অন্তর্ভুক্ত হতে আরও একটি টেস্ট খেলতে হবে আগামী এক বছরে, আর আফগানিস্তানকে খেলতে হবে তিনটি টেস্ট।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত, উড়ছে শ্রীলঙ্কাও
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের পর ভারত আরও শক্ত করেছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তাদের রেটিং বেড়ে এখন ১২৪ (আগে ছিল ১২২)। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্সআপ নিউজিল্যান্ড। তারা পিছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে, যারা এখন তৃতীয় স্থানে।

শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতায় পাঁচ রেটিং পয়েন্ট বেড়ে লঙ্কানরা উঠে এসেছে চতুর্থ স্থানে। তারা পেছনে ফেলেছে পাকিস্তান (৫ম) ও দক্ষিণ আফ্রিকাকে (৬ষ্ঠ), যারা হারিয়েছে চার রেটিং পয়েন্ট। আফগানিস্তানও উন্নতি করেছে, চার পয়েন্ট বাড়িয়ে এখন সপ্তম। বিপরীতে ইংল্যান্ড চার পয়েন্ট হারিয়ে নেমে গেছে অষ্টম স্থানে। ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট বেড়ে নবম, আর বাংলাদেশ চার পয়েন্ট হারিয়ে এখন দশম।

অন্যান্য দলগুলোর মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছে যুক্তরাষ্ট্র। তারা ছয় রেটিং পয়েন্ট বাড়িয়েছে, যদিও অবস্থান ধরে রেখেছে ১৫ নম্বরে। ওমান উঠে এসেছে ১৬তম স্থানে, পেছনে ফেলেছে কানাডাকে। বাকি দলগুলোর অবস্থান অপরিবর্তিত।

টি-টোয়েন্টিতে শীর্ষে ভারত, ইতিহাস গড়েছে ১০০ দল
ওয়ানডের মত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ভারত, যারা এখনকার বিশ্ব চ্যাম্পিয়ন। তবে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ব্যবধান কমে এখন এক পয়েন্টে (১০ থেকে ৯)।

এই প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ১০০টি দলকে। এতে অন্তর্ভুক্ত হয়েছে সেই সব দল, যারা গত তিন বছরে অন্তত আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এই র‍্যাঙ্কিং চালু হয়েছিল ২০১৯ সালে, তখন ছিল ৮০টি দল। ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে তৃতীয় স্থানে। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার উত্থান অব্যাহত আছে টি-টোয়েন্টিতেও। তারা এখন ৭ম স্থানে, পেছনে ফেলেছে পাকিস্তানকে (৮)। এরপর আছে বাংলাদেশ ও আফগানিস্তান যথাক্রমে নবম ও দশম স্থানে। আয়ারল্যান্ডও উন্নতি করেছে। জিম্বাবুয়েকে পেছনে ফেলে উঠে এসেছে ১১তম স্থানে। রেটিং বৃদ্ধিতে সবচেয়ে বড় উন্নতি করেছে কানাডা, তারা ৯ পয়েন্ট বাড়িয়ে ঢুকে পড়েছে শীর্ষ ২০-এ।

্রিন্ট

আরও সংবদ