খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

মাউশি অধিদপ্তরের নতুন পরিচালক ডুমুরিয়ার কৃতি সন্তান প্রফেসর হান্নান

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ০৭ মে ২০২৫


শিক্ষা প্রশাসনের শীর্ষ দপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার নতুন পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর বি এম আব্দুল হান্নান। এর আগে তিনি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারী করা হয়। যার স্মারক নং ৩৭০০,০০০০,০৬৭,০২,০২৪,২০১৭-১৩৪। প্রফেসর আব্দুল হান্নান খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সামতুল্য বিশ্বাসের পুত্র। কৃতিত্বে সাথে তিনি পড়ালেখা শেষ করে ১৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা প্রশাসনে সফলতার সাথে উত্তীর্ণ হন। বিসিএস পাস করার পর তিনি কর্মজীবন শুরু করেন। তিনি সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ থেকে (১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষ) এইসএসসি পরীক্ষায় ৯ম স্থান অধিকার করেন। গত ৫ আগস্টের পর মাউশির মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ পদত্যাগ করার পর অধিদপ্তরে (কলেজ প্রশাসন) প্রফেসর রেজাউল করিমকে ভারপ্রাপ্ত পরিচালক পদে পদায়ন করা হয়। এরপর পরিচালকের পদটি শূন্য হয়। নতুন পরিচালক প্রফেসর আব্দুল হান্নান জানান, জীবনে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় আল­াহ রাব্বুল আলামিন আমাকে এখানে নিয়ে এসেছেন। বাকি জীবনটা সততা এবং সঠিক কর্তব্য পালনের মধ্য দিয়ে পার করতে চাই।
 

্রিন্ট

আরও সংবদ