খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

দুদকের মামলায় হাইকোর্ট থেকে জামিনে সাবেক এমপি মিজান, শ্যোন এ্যারেস্ট দেখানোর কারণে মুক্তি পাচ্ছেন না শিগগির

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৮ এ.এম | ০৭ মে ২০২৫


আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া দুদকের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও ৫ আগস্টের পর দায়ের করা মামলায় পুলিশ শ্যোন এ্যারেস্ট দেখানোর কারণে মুক্তি পাচ্ছেন না খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগের আমলে দুদকের দায়ের করা  একটি মামলায় মিজানকে ঢাকার বিশেষ আদালত তাকে পাঁচ বছরের সাজা প্রদান করেন। সেই মামলায় হাইকোর্ট গত ২৮-৪-২৫ তারিখ জামিল মঞ্জুর করেন। কেএমপি গোয়েন্দা শাখার পক্ষ থেকে শেখ রায়হানুল ইসলাম খালিশপুর থানার মামলা (নং-২-১৪/৮/২৪) এই মামলায় শোন এরেস্ট পাঠিয়েছে  কাশিমপুর কারাগারে। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও শ্যোন এ্যারেস্টের কারণে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। খালিশপুর থানার ওই মামলার এজাহারে তার নাম নেই।

্রিন্ট

আরও সংবদ