খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ০৭ মে ২০২৫


দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিক ভাবে অনেকটা ভালো আছেন। একই সঙ্গে পারিবারিক আবহে থাকায় মানসিক ভাবেও তিনি আগের চেয়ে ভালো। এমন তথ্য জানিয়ে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়ে ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয়তার বিষয়ে জিয়া পরিবারের ঘনিষ্ঠ এই নেতা বলেছেন, ‘একজন নেত্রী বলতেন উনি (খালেদা জিয়া) যায় না কেন, যায় না কেন? এখন উনিই চলে গেছেন। আর বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে এসেছেন। দেশনেত্রী জাতির যখনই প্রয়োজন হবে তখনই নেতৃত্ব দেবেন।’
মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে চিকিৎসা শেষে ফেরার পর আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ।
এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ। ওনার জন্য সবাই দোয়া করবেন।
এই চিকিৎসক বলেন, লন্ডনে যাওয়ার পর থেকে তারেক রহমান তার মায়ের চিকিৎসার জন্য যা করেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি চেয়ারপারসনের মানসিক ভাবে প্রশান্তি আনতে কাজ করেছেন তার তিন নাতনি। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। লন্ডনের বিএনপির নেতা-কর্মী, অন্যান্য দলের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চেয়ারপারসনও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বর্তমান অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন, আল্লাহর রহমতের কারণে তিনি অনেকটা শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো আছেন। লম্বা জার্নি করেছেন, আবার বাসা পর্যন্ত আসতে একটা সময় লেগেছে। তারপরও মানসিক ভাবে ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
বিএনপি’র মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপি ছাড়াও অন্যান্য দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদ হোসেন বলেন, সবাই চেয়ারপারসনকে সুস্থ করার জন্য দোয়া করেছেন, তার প্রতি যে আনুগত্য দেখিয়েছেন, মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।।
বিশেষ করে কাতার সরকার এয়ার এ্যাম্বুলেন্স সেবা দিয়েছেন এজন্য দেশটির আমির ও সরকারের প্রতি খালেদা জিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান ডাঃ জাহিদ।
বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা দেয়ার কথা তুলে ধরে ডাঃ জাহিদ বলেন, সুশৃঙ্খলভাবে কাজ করে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই গণমাধ্যমের প্রতি। চেয়ারপারসনকে হাসপাতাল থেকে বাসায় গৃহবন্দি করে রাখার দিন থেকে এখন পর্যন্ত সবসময় আপনারা পাশে ছিলেন। 
 

্রিন্ট

আরও সংবদ