খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

‘এভাবেও ফিরে আসা যায়’

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ০৭ মে ২০২৫


গানের ভাষাতেই বলতে হয় ‘এভাবেও ফিরে আসা যায়’। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিআইপি রোডের দুই পাশে সারি ধরে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল।
কারো হাতে বিএনপি’র শ্লোগান সম্কলিত প্ল্যাকার্ড, কেউবা ব্যানার হাতে আর কাউকে উঁচিয়ে রাখতে দেখা গেছে দলের পতাকা। চারদিকে যেন খুশির জোয়ার। আর জনসাধারণের এই স্রোত বয়ে গেছে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত। যে কারণে সড়কে কিছুটা যানজট থাকলেও তার ভোগান্তি যেন আজ স্পর্শ করতে পারেনি সাধারণ মানুষকে। দল মত নির্বিশেষে সবার চোখে মুখে আজ খুশির ছাপ দেখা গেছে। আর এই খুশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে আসার খুশি। আর এই আনন্দে যেন আজ প্রকৃতিও জোট বেঁধে শামিল হয়েছে। তাইতো আকাশ সেজেছে মেঘলা রূপে।
সকাল থেকে রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বাংলানিউজের প্রতিবেদক। সকাল হওয়ার সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা দলে দলে রাজধানীর দিকে ছুটে আসেন প্রিয় নেত্রীকে দেশে ফিরে আসার অভ্যর্থনা জানাতে।  
বেলা সোয়া ১১টায় বিমানবন্দর থেকে বেগম জিয়ার গাড়িবহর ফিরোজার উদ্দেশ্যে ধীর গতিতে চলছিল। সেই গাড়ি কুড়িল ফ্লাইওভার এলাকা অতিক্রম করার সময় শ্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। সাধারণত গাড়ির সামনে বসতে তেমন একটা দেখা যায়নি বেগম জিয়াকে। তবে আজ গাড়ির সামনের সিটেই বসেছিলেন তিনি। নেত্রীর দেশে ফেরা নিয়ে নেতা-কর্মীদের মধ্য ছিল আবেগঘন পরিবেশ।  
৩৭ বছর বয়সী হাফিজ আহমেদ, কপালে বাংলাদেশের পতাকা আর হাতে প্রতিকী ধানের শীষ নিয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে এসেছেন নারায়ণগঞ্জের ফতুল্লাহ্ থেকে। ‘২০ বছর যাবত বিএনপি’র সাথে যুক্ত আমি, এই রাজনীতি করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের আমলে মামলা হামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি কয়েকবার, তবুও দমে যাইনি। আজ আমাদের আনন্দের দিন। এই যে খোলা আকাশের নিচে মুক্তভাবে দাঁড়িয়ে দলের শ্লোগান দিতে পারছি, এটাই আমাদের মুক্তির আনন্দ’।  কথাগুলো আবেগঘন কণ্ঠে বলছিলেন তিনি।  
অভ্যর্থনার এই আনন্দ মিছিলে যোগ দিতে ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছেন আসলাম শেখ। ৬০ বছর বয়সী বিএনপি’র এই কর্মী জানান, হাসিনা সরকারের ১৬ বছরে নিজ এলাকাতেই তিনি কখনও বিএনপি’র শ্লোগান নিয়ে বের হতে পারেননি। আর তাই আজ এই জনসমুদ্রে চিৎকার দিয়ে বারবার বিএনপি’র শ্লোগানে আসলামের সাথে দলের অন্যান্য কর্মীরা সেই আক্ষেপ পুষিয়ে নিচ্ছেন।  
‘আমাদের নেত্রী বীর যোদ্ধা, তার বিরুদ্ধে এত মিথ্যা মামলার পরও তিনি হেরে যাননি, এমনকি দেশ ও দলের নেতা-কর্মীকে রেখে পালিয়েও যাননি। বরং বীরদর্পে সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে আজ তিনি বিজয়ের মুকুট পরেছেন,’ বলছিলেন রাজধানীর বাড্ডা থেকে আগত যুবদলের জুলহাস উদ্দিন।  
যানজটও যেন উৎসবের অংশ : বিএনপি’র পক্ষ থেকে আগে থেকেই নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল ফুটপাতে অবস্থান নিতে, যাতে সড়কে ভিড় না হয় এবং যান চলাচল ব্যাহত না হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্দেশনা নিশ্চিত করেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল লক্ষণীয়। তবে সাময়িক কিছু যানজটের সৃষ্টি হলেও তা ভোগান্তিতে রূপ নেয়নি। বরং গাড়িতে থাকা উৎসুক জনতাও বেগম জিয়াকে একপলক দেখার অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন।  
কুড়িল ফ্লাইওভারের ওপরে সিএনজির গেট খুলে বাবা-মায়ের সাথে ৮ বছর বয়সী রাফসানও জানে আজ কে এলো দেশে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি দেখিয়ে দুই সন্তানকে চিনিয়েছি। আর আজ এমন সময় আমরা রাস্তায় বের হয়েছি তিনিও আসছেন, তাই ছোট ছেলেকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারা যায়, বলছিলেন রাফসানের বাবা।  
‘আমরাতো বিএনপি’র ইতিহাস কিছুটা হলেও জানি। কিন্তু আমাদের সন্তানরা কিন্তু এখনও বিএনপি’র সংগ্রামের অনেক কিছুই জানে না। তাদেরকে দীর্ঘ বছর ইতিহাসের অন্ধকারে রাখা হয়েছে,’ যুক্ত করেন তিনি।
তুরাগ বাসের ড্রাইভার মফিজের চোখে মুখেও আনন্দ খেলা করছিল। ‘যানজটের দেশে সবসময়ই তো যানজট থাকে, আর নেত্রী আসা উপলক্ষে এটুকু কিছুই না, ওনার গাড়ি যাইতে দেখছি এটাই আনন্দের,’ বলছিলেন মফিজ।  

্রিন্ট

আরও সংবদ