খুলনা | বুধবার | ০৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২

মোরেলগঞ্জে ঘের ব্যবসায়ী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক |
০২:০৬ এ.এম | ০৭ মে ২০২৫


বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ারেন্টি আসামিকে আটক করার সময় সাফায়েত তালুকদার (২৫) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ও অপর দু’জনকে আহত করার ঘটনা ঘটেছে। নিহত শাফায়েত নিশানবাড়িয়া ইউনিয়নে জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে। মঙ্গলবার সকাল ৮টার দিকে জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে নিহত শাফায়েত হোসেনের মরদেহ, আহত তার চাচা শাহিন তালুকদার (৫৮) ও চাচাতো ভাই একই গ্রামের সোহেল তালুকদারকে থানা পুলিশ হাসাপাতালে পৌঁছে দিয়েছে।
হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ আহাদ নাজমুল হাসান বলেন, পুলিশের গাড়িতে করে ৩ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে শাফায়েত তালুকদারকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরও ২ জন আহত অবস্থায় ভর্তি হয়েছে। নিহত সাফায়েত তালুকদারের মা শাফিয়া বেগম ও স্ত্রী তন্বী বেগম অভিযোগ করে বলেন, শাফায়াতকে বিনা অপরাধে পিটিয়ে হত্যা করেছেন।
পুলিশের একটি সূত্র বলছে, সোহেল নামে এক ওয়ারেন্ট আসামিকে আটকের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সেখানে ডাকাত-ডাকাত বলে পুলিশের ওপর কিছু লোক হামলা করে। পরে পুলিশ তাদের জনবল বাড়িয়ে সাফায়েত, শাহিন ও সোহেলকে আটক করে থানার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে সাফায়েত মারা যায়। নিহত ওই যুবক মাত্র ১ মাস পূর্বে তন্বী নামে এক নারীকে বিয়ে করেছিলো। সে পেশায় একজন চিংড়ি ঘের ব্যবসায়ী। পরিবারে স্ত্রীসহ পিতা-মাতা রয়েছে।
এদিকে নিহত চাচাতো ভাই ইউনিয়ন বিএনপি নেতা লোকমান হোসেন হাওলাদার বলেন, নিহত সাফায়েত হোসেন নিশানবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। আহত ২ জনের একজন বিএনপি সদস্য ও অপর জন পৌর শ্রমিক দলের সদস্য।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোঃ রাজিব আল রশিদ বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের পৃথক টিম পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। তবে নিহত যুবকের লাশ এখনও হাসপাতালে রয়েছে।

্রিন্ট

আরও সংবদ