খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় আ.লীগ নেতার হামলায় বিএনপি দম্পতি আহত

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ০৭ মে ২০২৫


ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতার হামলায় এক বিএনপি দম্পতি আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বরুনা পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
আহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বরুনা পূর্ব পাড়া এলাকার আ.লীগ নেতা মোশাররফ হোসেন মোল­া ভেড়িবাঁধ দিয়ে দির্ঘদিন যাবৎ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে। এ নিয়ে এলাকায় তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়না কেউ। ঘটনার দিন দুপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবু বকর মোল­া বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হামলা চালানো হয়। দা, লোহার রড ও লাঠি সোটা হাতে মোশাররফ হোসেন, তার ভাই কাদের মোল­া, স্ত্রী রাবেয়াসহ কয়েকজনের হামলায় বিএনপি নেতা আবু বক্কর ও তার স্ত্রী নাজমা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গ ওসি মাসুদ রানা জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

্রিন্ট

আরও সংবদ