খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ০৭ মে ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের নিয়ে জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  উপজেলা অফিসার্স ক্লাবে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়। 
বেসরকারি সংগঠন একশনএইডের ব্যবস্থাপনায় উপকূলীয় জনপদের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রথম দিনের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালায় অংশগ্রহনকারীদের তিনি প্রতিবেদন লেখার কৌশল, নিয়ম, স্পট রিপোর্ট, অনুসন্ধানীয় প্রতিবেদন, ফিচার ও উপ-সম্পাদকীয় লেখার বিষয়ে ধারনা দেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধনসহ শিখন, পরিবেশ সৃষ্টি পরিচিতি ও কর্মশালা ও প্রশিক্ষণের উদ্দেশ্য ও নিয়মাবলীর সম্পর্কে আলোচনা করেন সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র ও একশন এইডের কর্মকর্তা মোঃ সেলিম। এছাড়া কমিউনিটি পর্যায়ে নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ও চ্যালেঞ্জের বিষয়ে সংবাদ লেখার বিষয়ে ধারনা দেন পার্লামেন্ট নিউজ এর সম্পাদক সাকিলা পারভীন। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ছামিউল আযম মনির এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালসহ সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নেন।
 

্রিন্ট

আরও সংবদ