খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

রূপসার বাগমারা বাজার বণিক সমিতির সদস্য আব্দুল্লাহ’র পিতার দাফন

নিজস্ব প্রতিবেদক |
১১:৪৭ পি.এম | ০৭ মে ২০২৫


রূপসা উপজেলাধীন বাগমারা বাজার বণিক সমিতির সদস্য আব্দুল­াহ শেখের পিতা আবুল হোসেন (৯৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার তিনি শারীরিকভাবে অসুস্থ হলে নগরীর একটি হাসপাতালে নেওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়েম আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
গতকাল বুধবার সকাল ১০টায় বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বাগমারা গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজা পরিচালনা করেন বাগমারা দারুস সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মিজানুর রহমান। নামাজে জানাজায় অন্যানের মধ্যে প্রিয়াম সী ফুডস এক্সপোর্ট লিঃ চেয়ারম্যান আকতার হোসেন খাঁন, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াজ হোসেন, রূপসা প্রেসক্লাব সভাপতি সভাপতি এসএম মাহবুবুর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কামাল হোসাইন, বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস চেয়ার কোচ মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম ও বাগমারা দারুস সালাম জামে মসজিদ খতিব মুফতি আনিসুর রহমান, মুফতি হেলাল উদ্দিন শিকারী, সাবেক জেলা ছাত্রদল নেতা মাইনুল হাসান, বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি হাফেজ মাওলানা আরাফাত হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, ইউনুচ সরদার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ