খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

আন্তঃজেলা ডাকাত দলের সদস্য যশোরের মুন্না গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৯ এ.এম | ০৮ মে ২০২৫


ডিবি পরিচয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মুন্না হাসান (৩৫) কে গ্রেফতার করেছে যশোর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে যশোর সদর উপজেলার মণ্ডলগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল রাত ৯টার দিকে শ্রীনগরের বেজগাঁও যাত্রী ছাউনি এলাকায় একটি ট্রাক থামিয়ে ডিবি পরিচয়ে একদল ডাকাত চালক ও হেলপারকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নেয়। ট্রাকে মাদক আছে দাবি করে গাড়িটি থানায় নেওয়ার কথা বললেও পরে চালক ও হেলপারকে নেশা জাতীয় জুস খাইয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার পর পুলিশ তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের মুন্না হাসানকে শনাক্ত করে। এরপর তাকে যশোরের মন্ডলগাটির গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেয়া ডিবির এসআই কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে ৩টি ডাকাতি, ৫টি চাঁদাবাজি, ১টি মাদকের মামলা। 

্রিন্ট

আরও সংবদ