খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মজয়ন্তীর তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

ফুলতলা প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ০৮ মে ২০২৫


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বিশ্বকবির স্মৃতি বিজড়িত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিস্থ ‘রবীন্দ্র কমপ্লেক্স’-এ খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিকেল ৩টায় দক্ষিণডিহিস্থ রবীন্দ্র কমপ্লেক্সের সফেদাতলায় মৃণালিনী মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি থাকবেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও তাসনীম জাহান। মুখ্য আলোচক থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন। ২য় দিন (শুক্রবার) অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নুরুল হাই মোহাম্মদ আনাছ এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন খুলনা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা কেন্দ্রের অধ্যাপক ড. মোহাম্বদ শাহজালাল। সমাপনী দিনে খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সিরাজ সালেকীন। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও তাসনীম জাহান। এছাড়াও প্রতিদিন থাকছে বিষয় ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা। 

্রিন্ট

আরও সংবদ