খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

ভারতীয় হামলায় পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের ৭ বছরের পুত্র নিহত

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ০৮ মে ২০২৫


পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন বেসামরিক এলাকায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তার ৭ বছর বয়সী পুত্রসহ নিহতদের তালিকায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাঁর ছোট ভাই রয়েছেন। বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান হামলায় নিহত সাত বছরের ইরতিজা আব্বাস তুরি পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। নিহত ইরতিজার ছবি এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

্রিন্ট

আরও সংবদ