খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান যুদ্ধ

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ০৮ মে ২০২৫


নাগরিকদের পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভ্রমণের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রতিরক্ষা বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করার কয়েক ঘণ্টা পর এই সতর্কবার্তা জারি করে পাকিস্তানের মার্কিন দূতাবাস।
বুধবার সকালে জারি করা সেই সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকরা যেনো কোনো ভাবেই পাকিস্তান-ভারত সীমান্তরেখা (লাইন অব কন্ট্রোল-এলওসি) পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির, খাইবার পাখতুনখোয়ার উপজাতি অধ্যুষিত এলাকা এবং বেলুচিস্তানের রাজধানীর ব্যাতীত অন্য কোনো স্থানে ভ্রমণ না করেন। অন্যান্য অঞ্চলগুলোতে ভ্রমণের ব্যাপারে বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে যেন তারা পাকিস্তানের অন্যান্য অঞ্চলেও ভ্রমণ থেকে বিরত থাকেন এবং যদি ভ্রমণ করতেই হয়, তাহলে যেন তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখেন।
“সংঘাত প্রবণ এলাকায় অবস্থান করলে দ্রুত সেই স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে যান; যদি বাইরে চলাচল করার মতো অবস্থা না থাকে, তাহলে বাড়িতে থাকুন; সতর্ক থাকুন, সব সময় নিজের আইডি সাথে রাখুন এবং মনোযোগ আকর্ষণ করা থেকে বিরত থাকুন। মোবাইল ফোনে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (স্টেপ) অ্যাপটি যুক্ত করুন এবং অবশ্যই স্থানীয় সংবাদমাধ্যমগুলো ফলো করে আপনার নিরাপত্তা পরিকল্পনা তৈরি করুন”, বলা হয়েছে দূতাবাসের সতর্কবার্তায়।
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

্রিন্ট

আরও সংবদ