খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শোক

সনজিৎ দে সরকার জগো আর নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ০৮ মে ২০২৫


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে সরকার বিষুর ছোট ভাই সনজিৎ দে সরকার জগো (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
সনজিৎ দে সরকার জগোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখা। 
বিবৃতিদাতারা হলেন সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সুখময় বিশ্বাস, সমর কুমার কুন্ডু, শ্যামল রায়, মিঃ তুষার দোবে বাবলু, দেব নারায়ন দাস, মহাদেব সাহা, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, প্রশান্ত কুমার দাস, বিপুল পোদ্দার, তরুন রায় শিবু, নিলয় মুখার্জী, বিপ্লব দাস, রঘুনাথ ঘোষ কালা, উদয় নাথ মুন্সি, প্রভাসক বিনয় কৃষ্ণ সাহা, বীরেন্দ্র নাথ দত্ত, খোকন কুমার দাস, সাগর কুমার সাহা, সুকুমার সাহা, মাইকেল পাথুয়েল সরকার, গোপাল ঘোষ, ননী দাস, বলরাম ঘোষ, শ্যামল কুমার ঘোষ, সুকদেব কুমার ঘোষ, বিশান চন্দ্র রায় দিনেশ, সুনীল দাস, নিতাই বিশ্বাস, দিলীপ বর্মন, পুলকেশ সাহা, মানষ কুমার ঘোষ, তপন চক্রবর্তী, গোপাল চন্দ্র সাহা, অ্যাড. রামপদ পোদ্দার, এড. বিধান চন্দ্র ঘোষ, মুক্তি রায়, জন এ সজ্জন ববি, এড. প্রহ্লাদ ঘোষ, উত্তম গুপ্ত, আনন্দ কুমার স্বর, তুষার সরকার, সঞ্জয় কুমার দাস, অধ্যক্ষ নিহার কান্তি ফৌজদার, সঞ্জিব দাস, রবীন্দ্রনাথ মিত্র, চন্দন দত্ত, প্রভাষ হালদার খোকন, সিধু চক্রবর্ত্তী, ডাঃ সুদেব মন্ডল, সঞ্জিব সাহা কালু, মিন্টু আঢ্য, গোবিন্দ রায়, শিউলী চক্রবর্ত্তী, অনিমেষ কুমার সাহা, পলক পোদ্দার, লক্ষণ বিশ্বাস, অসিম কুমার সোম, অলোক কুমার সাহা, দিলীপ চন্দ্র বিশ্বাস, ডাঃ নিরঞ্জন অধিকারী, রবিন্দ্রনাথ সাহা, সদস্যবৃন্দ দেবাশীষ কর্মকার, জগন্নাথ দত্ত, দেবী প্রসাদ ঘোষ, কার্ত্তিক চন্দ্র রায়, প্রশান্ত কুমার হালদার, বাদল কুমার বিশ্বাস, উত্তম গোলদার, বিশ্বজিৎ সাহা, ননী গোপাল বিশ্বাস, দিলীপ সাহানী, অশোক কুমার দাস, জগদিশ দাস, আদিত্য বড়–য়া, চিন্ময় সাহা, অশোক সাহা, কৃষ্ণপদ দে, ননী গোপাল সরকার, উজ্জল সাহা, গোপাল চন্দ্র দে, তুলসী রঞ্জন সাহা, প্রভাস চন্দ্র বনিক, সুজন সমাদ্দার, জন মাইকেল মন্ডল, দেব রঞ্জন সরদার, তন্ময় সরকার, মুকুল রায়, মৃণাল পাল মিন্টু, উজ্জল কুমার শীল, রতন দাস, আশুতোষ সাধু, সমীর সরকার, ইন্দ্রজিত রায়, কমল পাল, মিলন মজুমদার, দেবাশীষ মন্ডল, অসিত মন্ডল, অভিজিৎ রায়, নিথর মন্ডল, অনুপ গোলদার, সঞ্জীত গোলদার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ