খুলনা | বৃহস্পতিবার | ০৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২

মনিরুল হুদা স্মরণ সভায় বক্তারা

সমাজকে এগিয়ে নিতে গুণীজনদের জীবনাচরণ অনুসরণ করা প্রয়োজন

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ০৮ মে ২০২৫


শহর সমাজসেবা কার্যালয়-১ সমন্বয় পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করেও সমাজের উন্নয়নে কাজ করা যায়। মরহুম মনিরুল হুদা সেটাই করেছেন। শহর সমাজসেবা কার্যালয়-১ সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে তিন দশকেরও বেশী সময় দায়িত্ব পালনকালে কোন ধরনের পক্ষপাতিত্ব, রাজনৈতিক অনুগত্য প্রদর্শন ছাড়াই নিজের ঋজু মনোভাব দিয়েই মানুষের কল্যাণে তিনি সফলভাবে কাজ করে গেছেন। সাংবাদিক এবং আয়কর আইনজীবীদের নেতা হিসেবে তিনি যে ভ‚মিকা পালন করেছেন তা’ অনুসরণ করে আমরাও স্ব স্ব ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রদর্শন করতে পারি।
বুধবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা ভবনের সেমিনার কক্ষে এই স্মরণসভার আয়াজন করা হয়। শহর সমাজসেবা কার্যালয়-১ সমন্বয় পরিষদ সভাপতি এড. শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আলোচনায় অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা সুলতানা, খুলনা জেলা আইনজীবী সমিতির আহŸায়ক এড. আব্দুল­াহ হোসেন বাচ্চু, খুলনা প্রেসক্লাবের আহŸায়ক মোঃ এনামুল হক, খুলনা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খানা মনিরুজ্জামান, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, কাজী মোতাহার রহমান বাবু, মোঃ আঃ হালিম, হাসান আহমেদ মোল­া এবং কৌশিক দে বাপী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এড. মাসুম বিল­াহ।  
 

্রিন্ট

আরও সংবদ