খুলনা | বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২

খুলনায় নানা কর্মসূচি

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আজ

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ০৮ মে ২০২৫


আজ পঁচিশে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম কালজয়ী এ কবির। আজ কবির ১৬৪তম জন্মবার্ষিকী।  
শতবর্ষ আগে, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনাবলীতে প্রকাশ করে গেছেন প্রেম, ভালোবাসা, প্রকৃতি, প্রার্থনার কথা। তুলে ধরেছেন সমাজ উন্নয়ন, বলে গেছেন রাষ্ট্রনীতি ও রাজনীতির তত্ত¡কথাও। যুগ, বছর, শতাব্দী পেরিয়ে যা আজও বর্তমান ও প্রাসঙ্গিক। বিশিষ্টজনেরা বলছেন, কবিগুরুর সাহিত্যভান্ডার মানেই জ্ঞনের অপার সম্ভার, যার বসবাস মানবের মননে ও অনুভূতির সূ²তায়।
প্রকৃতি-প্রেম আর ভালোবাসায় মানবমুক্তি খুঁজেছেন রবীন্দ্রনাথ। সৃষ্টির পরতে পরতে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় সংকট উত্তরণের পথ। তার সৃষ্টিকর্ম বিশ্বের কাছে নতুনভাবে পরিচয় করে দিয়েছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে।
১৮৭৪ সাল, তত্ত¡বোধিনী পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা অভিলাষ। সময়ের পরিক্রমায়, তার সাহিত্য ভান্ডার ছড়িয়ে পরে বিশ্বময়। আর তিনি হয়ে উঠেন বিশ্বকবি।
কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনি, সংগীত, শিশুসাহিত্য-নানা শাখায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অতুলনীয়। চিত্রকলাকেও তিনি সমৃদ্ধ করে গেছেন। সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর অবদান যুগান্তকারী।
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। তার গান ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত। মহান মুক্তিযুদ্ধে তাঁর রচনা বাঙালিকে প্রেরণা জুগিয়েছে।  
খুলনা জেলা প্রশাসনের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা : জন্মবার্ষিকী ও লোকমেলা উপলক্ষে ২৫ থেকে ২৭ বৈশাখ (৮ থেকে ১০ মে-) খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসা উপজেলার পিঠাভোগে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
২৫ বৈশাখ (৮ মে) বিকেল সাড়ে চারটায় উদ্বোধন ও আলোচনা সভা, ২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে চারটায় আলোচনা সভা এবং ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।  এছাড়া রূপসা উপজেলার পিঠাভোগেও অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ : জন্মবার্ষিকী উদযাপনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে আজ পঁচিশে বৈশাখ বৃহস্পতিবার অপরাহ্ন ৬টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কবির জন্মোৎসবের এই অনুষ্ঠানমালায় পরিষদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ