খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

ভাড়া করা স্ক্যান মেশিনে এসএসসি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে যশোর শিক্ষা বোর্ডে

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:১৪ এ.এম | ০৮ মে ২০২৫


যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর শীট স্ক্যানের কাজ চলছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে ভাড়া করে আনা দু’টি স্ক্যান মেশিনে। অফিসে থাকা পুরাতন স্ক্যান মেশিনগুলোর কর্মক্ষমতা হ্রাস পাওয়ায়, ৫ লাখ টাকা ব্যয়ে এ মেশিন দু’টি ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সচিব প্রফেসর এস এস মাহাবুবুল ইসলাম। 
বোর্ড সূত্র জানায়, যশোর বোর্ডে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৮টি স্ক্যান মেশিন থাকলেও, এগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর। ফলে নিয়মিত ব্যবহারে মেশিনগুলো দুর্বল হয়ে গেছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পুরাতন মেশিন দিয়ে ওএমআর শীট সঠিকভাবে স্ক্যান করা সম্ভব হচ্ছে না। এতে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার আশঙ্কা ছিল। এ কারণেই ঢাকা শিক্ষা বোর্ড থেকে দু’টি নতুন মেশিন ভাড়া করে আনা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, এ বছর আমাদের দু’টি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। পুরাতন স্ক্যান মেশিনগুলো দিয়ে নির্ভরযোগ্যভাবে কাজ করা সম্ভব নয়, তাই ফল প্রকাশে যাতে দেরি না হয় সেজন্য আগাম প্রস্তুতি হিসেবে মেশিন ভাড়া করা হয়েছে।
বোর্ডের সচিব এস এস মাহাবুবুল ইসলাম জানান, পুরাতন স্ক্যান মেশিনগুলোর যন্ত্রাংশ এখন আর পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলোর দাম অনেক বেশি। নতুন মেশিন কেনার প্রক্রিয়াও সময়সাপেক্ষ। তাই ফল প্রস্তুতের স্বার্থে ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

্রিন্ট

আরও সংবদ