খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটায় জেলা বিএনপি’র আহবায়ক মন্টু

খালেদা জিয়া মানে আগামীর ঐক্য সাম্য গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতিচ্ছবি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ০৮ মে ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন শুধুমাত্র দলীয় নেতা-কর্মী-সমর্থকদের জন্য আশার আলো নয়; সমগ্র দেশবাসীর জন্য নবযুগের সূচনা। খালেদা জিয়া মানেই আগামীর ইস্পাত দৃঢ় ঐক্য, সাম্য, গণতন্ত্র ও ভোটাধিকারের প্রতিচ্ছবি। ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী শক্তিকে সমূলে উৎখাত করে তাঁর নেতৃত্বেই আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল­াহ্। দেশবাসী এখন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ভোট দানের জন্য প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের সেই ভাষা বোঝার উদাত্ত আহŸান জানিয়েছেন তিনি।
বটিয়াঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে বটিয়াঘাটা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহবায়ক এজাজুর রহমান শামীম।
আগামী ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাশাপাশি বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহŸান জানিয়ে বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, আর কোনো ভেদাভেদ নয়। আর কোনো গ্র“পিং, মতনৈক্য নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ও জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্দেশনায় খুলনা জেলা বিএনপি হবে দেশ সেরা আর্দশ ইউনিট। সকলে মিলে আগামীর নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই হোক শহিদ জিয়া সৈনিকদের দীপ্ত শপথ।
যৌথসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ তৈয়েবুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, জি এম রফিকুল হাসান, সাইফুর রহমান, আইয়ুব আলী মোল­া, হুমায়ুন কবির রুবেল, মেম্বর শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, রুহুল মোমেন লিটন, রাশেদ কামরুল, শফিকুজ্জামান মলঙ্গী, আসাবুর রহমান হাওলাদার, শেখ এনামুল, মো. কবির আকুঞ্জী, আ. মান্নান, শেখ হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, আজমল হোসেন লিটন, শাকিল হুসাইন, শেখ হেলাল, নাজমুল হুসাইন, মেহেদী আল আজাদ, রেহেনা আফরোজ সুইটি, কানিজ ফাতিমা, মোঃ আবুল হোসেন, মোঃ বাপ্পী খান, মোল­া সাইফুল ইসলাম, মোস্তাকিম বিল­াহ্, তৌহিদুর রহমান শান্ত, মমিনুর রহমান সাগর, ইফরুল ইসলাম রিপন ও মোস্তফা খালিদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ