খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

দেড় যুগ পর রূপসা-তেরখাদার চার কলেজে ছাত্রদলের কাউন্সিল আজ, কাউন্সিলরদের ভোটে হবে নেতা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |
০২:২১ এ.এম | ০৮ মে ২০২৫


দীর্ঘ দেড় যুগ পর খুলনা জেলাধীন রূপসা-তেরখাদার চারটি কলেজে ছাত্রদলের কাউন্সিল অধিবেশন আজ। বেলা ১১টায় রূপসা কলেজ চত্বরে এ কাউন্সিল অধিবেশন শুরু হবে। অধিবেশনকে ঘিরে চারটি কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। অধিবেশনে কাউন্সিলরদের ভোটে চারটি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক  নির্বাচিত করা হবে। 
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দীর্ঘ দেড় যুগ পর খুলনার রূপসা কলেজ, সরকারি বেলফুলিয়া কলেজ, আলাইপুর ডিগ্রী কলেজ ও তেরখাদা উপজেলার নর্থ খুলনা কলেজ ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে ক্ষমতার পালাবদল হয়। ছাত্রদলের রাজনীতিতে ফিরে আসে সোনালী স্বপ্ন। দলকে সুসংগঠিত করতে ও অপর দিকে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে এ কাউান্সিল অধিবেশন করা হচ্ছে। এমনই মন্তব্য করেছেন দলের দায়িত্বশীল নেতারা। 
এদিকে কাউন্সিল অধিবেশনে চারটি কলেজ ছাত্রদলের দুইশ কাউন্সিলর তাদের মতামত বা ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেকটি কলেজে সদস্য সংগ্রহ ফরম পূরণ করেন। 
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সাফি ইসলাম। বিশেষ অতিথি থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক শাহেদ হাসান, হাসানুর রহমান হাসান। প্রধান বক্তা থাকবেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। সভাপতিত্ব করবেন রূপসা কলেজ ছাত্রদলের আহŸায়ক মোঃ আবু বক্কর এবং সঞ্চালনা করবেন সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের আহŸায়ক মাহমুদুল হাসান। কাউন্সিল অধিবেশনে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। 
খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  গোলাম মোস্তফা তুহিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, অধিবেশন দেশের জন্য একটা বড় পাওয়া। প্রায় দেড় যুগ পর কলেজ ছাত্রদলের অধিবেশন হবে। দেশের মানুষ যাতে তাদের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে পারে এজন্য ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশ।          
 

্রিন্ট

আরও সংবদ