খুলনা | রবিবার | ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২

মান্নান সভাপতি, পনি সম্পাদক

মোংলা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

মোংলা প্রতিনিধি |
০২:২৩ এ.এম | ০৮ মে ২০২৫


দীর্ঘ বছর পর খুলনা বিভাগে এই প্রথম অনুষ্ঠিত হলো বন্দর নগরী মোংলা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং আবু হোসেন হাওলাদার (পনি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে মান্নান হাওলাদার উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও আবু হোসেন হাওলাদার (পনি) সাবেক যুব দলের সভাপতি ছিলেন।
বুধবার উপজেলা মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয়। আর দুপুর ১২টার দিকে দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপি’র নির্বাচন শুরু হয়। বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কামরুল ইসলাম গোরাসহ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। নির্বাচনে ২৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন আবু হোসেন হাওলাদার (পনি) এবং শেখ শাকির আহাম্মেদ ১৯৫ ভোট পেয়ে প্রথম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আর মৃধা ফারুকুল ইসলাম ১৯৩ ভোট পেয়ে দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 
এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। প্রথমে জাতীয় সংগীত, দলীয় সঙ্গীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন। পুরো স্কুল মাঠ কানায় কানায় ভর্তি হয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের দিয়ে। এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যালটের মাধ্যমে হওয়া এ নির্বাচনে ৪২৬ জন ভোটারদের মধ্যে ৪২৩ জন ভোটার এ কাউন্সিলে ভোটাধীকার প্রয়োগ করেণ।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক মোংলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মনি, যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মোঃ এমরান হোসেন, খোরশেদ আলম। বিভাগ, জেলা ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীরা এমন ভাবে একত্রিত হতে পারেননি। যখনই তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে তখনই আ’লীগ সরকারের প্রশাসন দ্বারা নানা ভাবে হয়রানীর শিকার হয়েছে। এবারের কাউন্সিলে পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ছুটেছিলেন ভোটারদের দ্বারে দ্বারে। গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের উদ্যোগকে বিএনপিসহ উপজেলার অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনে মোংলা উপজেলা বিএনপি’র হাল ধরতে তাদের নির্বাচিত করেছেন। রাতে বিজয়ের মালা পরিয়ে নেতা-কর্মীরা বরণ করে নিলেন তাদের প্রিয় নেতাকে।
 

্রিন্ট

আরও সংবদ