খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে ছবি বানানোর হিড়িক

খবর বিনোদন |
০৪:৫৬ পি.এম | ০৮ মে ২০২৫


কাশ্মীরে হামলার ঘটনায় পাক-ভারত উত্তপ্ততা শেষ পর্যন্ত গড়াল যুদ্ধে। এরইমধ্যে ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা শুরু করেছে। ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে যার শুরুটা করেছে ভারত। পাকিস্তানে হামলার পর ভারত সরকারের প্রশংসায় পঞ্চমুখ দেশটির নাগরিক।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার নাম হিসেবে ‘অপারেশন সিঁদুর’ শিরোনাম পেতে প্রযোজকদের মধ্যে হুড়োহুড়ি তৈরি হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রযোজক এই শিরোনামের জন্য আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এসডাব্লুআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি।

‘অপারেশন সিঁদুর’ শিরোনাম প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সংবাদমাধ্যমকে বলেন, ‘অপারেশন সিঁদুর’ শিরোনাম নিবন্ধনের জন্য আবেদন করেছি। এই ঘটনার ওপর কোনো চলচ্চিত্র নির্মাণ হবে কিনা তা এখনও নিশ্চিত নই । তবে প্রযোজক হিসেবে ক্যারিয়ারে প্রায়শই আকর্ষণীয় কিছু মুহূর্তেই ছবির শিরোনাম নিবন্ধন করেছি। এর কারণ, শিরোনাম ছাড়া কোনো চলচ্চিত্রের পরিকল্পনা করা যায় না।’

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এসডাব্লুআইসিই)-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত।  

‘উরি-দ্য সার্জিকাল স্ট্রাইক’ সিনেমায় সাফল্যের পর চলচ্চিত্র নির্মাতারা এই ধারার ছবি নির্মাণে আগ্রহী হয়ে উঠেছেন। ভারতীয় গণমাধ্যম এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘যখনই এ ধরণের বড় কোনো ঘটনা ঘটে, তখনই চলচ্চিত্র নির্মাতারা এ ঘটনার শিরোনামে ছবি নির্মাণের অনুমতির জন্য আবেদন করেন। যদি কোনো সিনেমা নাও বানানো হয়, তবুও রেজিস্ট্রেশন করে রাখা যায়।’ 

্রিন্ট

আরও সংবদ