খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: দাবি রাজনাথ সিংয়ের

খবর প্রতিবেদন |
০৫:১০ পি.এম | ০৮ মে ২০২৫


জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন।

বৈঠকে ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, অপারেশন সিঁদুর চলমান রয়েছে। এর ফলে পাকিস্তানের সামরিক বাহিনী কোনও ধরনের উত্তেজনা তৈরি করলে ভারতীয় সেনাবাহিনী তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ভারতের সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক পদক্ষেপ নিতে চায় না। কিন্তু শত্রুপক্ষের সৈন্যরা আক্রমণ করলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

দিল্লিতে সর্বদলীয় বৈঠকে অংশ নেওয়া দেশটির বিরোধীদল কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের নেওয়া পদক্ষেপে কংগ্রেসের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় নরেন্দ্র মোদির সরকারের প্রতি কংগ্রেসের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা খাড়গে বলেছেন, ‘‘তারা (সরকার) যা বলেছে আমরা তা শুনেছি। তারা কিছু তথ্য গোপনীয় থাকবে বলে জানিয়েছেন। আমরা বলেছি, আমরা সবাই সরকারের সঙ্গে আছি।’’

এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও তাদের অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় হামলা চালায় ভারত। এই সামরিক অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন সিন্দুর’। এই অভিযানের খুঁটিনাটি বিরোধী দলগুলোর প্রতিনিধিদের ব্যাখ্যা করা হয় আজকের বৈঠকে।

তবে বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণসহ মন্ত্রিসভার অন্য সদস্যেরা।

এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ভারত শতাধিক পাকিস্তানিকে হত্যা করার কথা বললেও পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে এক ভারতীয় সেনা ও ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

্রিন্ট

আরও সংবদ