খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

রিশাদদের পিএসএল না খেলার সিদ্ধান্ত, পাকিস্তান ছাড়তে চান দ্রুত

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৮ পি.এম | ০৮ মে ২০২৫


ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। নিরাপত্তা ঝুঁকি ও সাম্প্রতিক ঘটনাবলীর কারণে পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন! ফলে আসন্ন ম্যাচগুলো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে পাকিস্তানের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে চরম ঝুঁকিতে। দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটাররা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে থাকা তাদের জন্য নিরাপদ মনে করছেন না এসব বিদেশি ক্রিকেটার। যদিও পিসিবি আশ্বস্ত করেছে যে, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরও আতঙ্ক পুরোপুরি কাটেনি।

এদিকে ৮ ও ৯ মে রাওয়ালপিন্ডিতে পিএসএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেই ম্যাচগুলো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ সম্প্রতি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে। এতে দুজন বেসামরিক নাগরিক আহত হন এবং আশপাশের একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার পর থেকেই বিদেশি ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়। অনেকেই দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশি খেলোয়াড়দের অনুপস্থিতিতে পিএসএলের বাকি অংশ শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি পিসিবি। বর্তমান পরিস্থিতিতে শুধু ক্রিকেট নয়, গোটা ক্রীড়াঙ্গনেই বিরাজ করছে অস্থিরতা।

্রিন্ট

আরও সংবদ