খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

ইসরায়েলের অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

খবর প্রতিবেদন |
০৩:০০ পি.এম | ২৬ সেপ্টেম্বর ২০২১

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) পশ্চিম তীরের কয়েকটি গ্রামে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, হামাসের সন্ত্রাসীদের হামলা চালানোর তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তবে এতে কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি। এদিকে, অভিযানের বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্রও কোনো মন্তব্য করেননি এখনও।

পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কতৃপক্ষ(পিএ) জানায়, গাজা নিয়ন্ত্রণে রাখা হামাসের ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল। তাদের প্রতিহত করতেই পশ্চিম তীরে অভিযান চালিয়েছে দেশটি।

পিএ-এর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতরা হলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের বিদ্দু গ্রামের তিনজন, এই এলাকাটি জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত। আরেকজন মারা যান ফিলিস্তিনির জেনিনের বারকিন গ্রামে।

এদিকে, ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরায়েলকে এক বছরের সময় দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যদি ইসরায়েল এতে ব্যর্থ হয় তাহলে তাদের স্বীকৃতি প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চ্যুয়াল বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এর পরপরই ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেল।

্রিন্ট

আরও সংবদ