খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:১৩ এ.এম | ০৯ মে ২০২৫


আনন্দঘন পরিবেশে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর সিএন্ডবি কলোনী মাঠে সমাপনী অনুষ্ঠানে দু'দিন ব্যাপী এ বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ৪ উইকেটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 
এ দিন বিকেলে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ট্রেজারার কানাই লাল সরকার, ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলোজির ভারপ্রাপ্ত ডিন মোঃ ইনজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ-এর ডিন ফারজানা আকতার, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. সাহিদা খানম, প্রক্টর শাকীল আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ