খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

রূপসায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন থেকে আসা ব্যক্তিদের ছাত্রদলে কোন ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ০৯ মে ২০২৫


ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাফি ইসলাম বলেছেন, নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন থেকে আসা ব্যক্তিদের ছাত্রদলে কোন ঠাঁই নেই। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের কোনো রাজনীতি চলবে না। রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি আরও বলেন, যারা ত্যাগী ও রাজপথে লড়াই সংগ্রাম করেছেন তাদের হাতে আগামী দিনের নেতৃত্ব তুলে দিতে হবে। প্রধান অতিথি বলেন, দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত ও গণতন্ত্র পুণরুদ্ধারে ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে খুলনার রূপসা ও তেরখাদার চারটি কলেজ ছাত্রদলের এ কাউন্সিল। 
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রূপসা কলেজ মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের চারটি কলেজের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রায় দেড় যুগ পর রূপসা- তেরখাদার চারটি কলেজের ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে রূপসা কলেজ, সরকারি বেলফুলিয়া কলেজ, আলাইপুর ডিগ্রি কলেজ ও তেরখাদার নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট প্রক্রিয়ার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান হাসান ও মোঃ শাহেদ হাসান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, যুগ্ম আহবায়ক শেখ রয়েল আযম, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাবেক ছাত্রদল নেতা এস এম মিজানুর রহমান, শাহজামান প্রিন্স। সভাপতিত্ব করেন রূপসা কলেজ ছাত্রদলের আহবায়ক আবু বক্কার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূরুল আমিন পাপ্পু, সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক ইমন তালুকদার। কাউন্সিল অধিবেশনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
এদিকে কাউন্সিল অধিবেশনে রূপসা কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় নুরুল আমিন পাপ্পু  সভাপতি ও জান্নাতুল নাঈম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকারি বেলফুলিয়া কলেজ শাখায় আব্দুল­াহ জমাদ্দার সভাপতি, শাফিন আলম সম্রাট সাধারণ সম্পাদক, আলাইপুর ডিগ্রি কলেজ শাখায় আজিজুল শেখ সভাপতি, রাতুল হাসান ঢালী সাধারণ সম্পাদক এবং তেরখাদার সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ শাখায় ইসহাক মোল­া সভাপতি, মোঃ রাব্বি শেখ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।   

্রিন্ট

আরও সংবদ